নীলফামারীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে “ গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তÍনিষ্ঠ সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালার আয়োজন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল। সকালে সার্কিজ হাউস হল রুমে কর্মশালাটির উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি বিষয়ক আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের রিসোর্স পার্সন অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুরসহ আরও অনেকে। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০জন সংবাদকর্মী অংশগ্রহন করে প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে সনদ বিতরণ করা হয়।