এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

রংপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

রংপুর নগরীর স্টেশন রোডে আরডিসিসিএস মাঠে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।

 

আজ ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। । বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা মাঠের ৪ নম্বর হালকার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম।

তবে মুসল্লিরা জানান, চিকিৎসা সেবা সঠিক ভাবে হচ্ছে না। ইজতেমার বর্জ্য দ্রুত অপসারণ করতে হবে। তাহলে শান্তিপূর্ণ পরিবেশে আমরা ইজতেমা পালন করতে পারবো।

আজ বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পরেই শুরু হয় বয়ান। এবারে ইজতেমায় রংপুর জেলার আট উপজেলা ও সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের লক্ষাধিক মুসল্লি অংশ নিচ্ছেন।
এর আগে বুধবার বিকাল থেকে মুসল্লিরা ইজতেমার মাঠে আসা শুরু করেন। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img