বাগাতিপাড়ায় ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

“দুনিয়ার মজদুর এক হও লড়াই করো” এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায়’ বিএনপি-জামাতের তান্ডব প্রতিহত কর, দেশি-বিদেশী ষড়যন্ত্র রুখো’ এই প্রতিপাদ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওয়ার্কার্স পার্টি।

আজ ২ নভেম্বর (বৃহস্পতিবার ) বেলা ১১ টায় উপজেলার মালঞ্চি বাজারে ওয়ার্কার্স পার্টির সহ সভাপতি মশিউর রহমান মানিকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি,
উত্তরবঙ্গ আখঁ চাষি সমিতি ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত নাটোর-(লালপুর – বাগাতিপাড়া) আসনের এম পি পদ প্রার্থী অধ্যক্ষ ইব্রাহীম খলীল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় কৃষক সমিতি বাগাতিপাড়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,বিএনপি-জামাতের তান্ডব প্রতিহত করে, দেশি-বিদেশী ষড়যন্ত্র রুখতে হবে,অবৈধ হরতাল অবরোধ মানা যাবে না এবং পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাড়ি ভাংচুর, পুলিশ হাসপাতাল ও যানবাহনে অগ্নিসংযোগ সহ নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিচারের দাবীতে ঐক্যবদ্ধ ভাবে সকলকে মাঠে নেমে কাজ করার আহবান জানান।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles