:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের দেশবিরোধীর ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে আলমডাঙ্গার চিৎলা-রুইথনপুর ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিৎলা ইউনিয়ন যুবলীগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। সমাবেশে সভাপতিত্ব করেন চিৎলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইন্তাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক কাওসার আহমেদ বাবলু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, মঈনউদ্দিন পারভেজ, সাখাওয়াত হোসেন টাইগার, আব্দুল হালিম মন্ডল, জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার প্রমুখ।