এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর ২০২৩) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ আয়োজনে উক্ত যুব দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী,প্রানী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, এমসিডার শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর তহিরুল ইসলাম মিলন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, কৃষি অফিসার মহিউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, মৎস অফিসার ফারাজুল কবীর, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে যুব উদ্যোক্তাদের মাঝে চেক ও কম্পিউটারসহ বিভিন্ন খাতে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের মধ্যে সনদও সম্মানি ভাতা বিতরণ করা হয়।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img