বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়ন এর গাবতলা পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধ, বাঁধ সংস্কার ও নদী শাসনের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কৃষক সমিতি শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে এক কৃষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
শরণখোলা উপজেলা কৃষক সমিতির সভাপতি নুরুল হক বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ।
বক্তব্য রাখেন বাগেরহাট জেলা সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, জেলা কৃষক সমিতি নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা কৃষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান লাকী, শরণখোলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী, স্থানীয় কৃষক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই অঞ্চলসিডরে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয় রোধে মানুষের দাবির প্রেক্ষিতে এখানে বাঁধ নির্মাণ করা হয়েছে কিন্তু স্বল্প সময়ের মধ্যে সেই বাঁধ নদীতে ভেসে গেছে।
বক্তারা এর কারন খুঁজে বের করে প্রতিকারে ব্যবস্থা গ্রহণ ও নদী শাসন করে দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ এর দাবী জানান। সমাবেশে আশপাশের গ্রামের কয়েকশো কৃষক অংশ গ্রহন করেন।