মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম- বার, পিপিএম-সেবা, শ্রীমঙ্গল থানায় এসে পৌঁছালে উনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
পরে ওসির নেতৃত্বে সশস্ত্র সালাম প্রদর্শন করা হয় তাকে। থানা প্রাঙ্গণে লাগানো হয় একটি ব্রুনাই কিং আম এবং একটি ভিয়েত মাল্টার চারা। এরপর থানা প্রাঙ্গনেই বিশেষ মোনাজাত ও ফিতা কাটে ব্যাডমিন্টন প্লে গাউন্ড এর উদ্বোধন করেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।
পরে তিনি থানার অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স, পুলিশ সদস্যের থাকার মেছ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম- বার, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস সারোয়ার আলম, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম,পরিদর্শক (অপারেশন) তাপসচন্দ্র রায় প্রমুখ।