বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়নে ও ওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ সড়কে ট্রেন্ড তৈরি করে সতর্ক পাহারা বসায় যুবলীগ।
দিনব্যাপী থেমে থেমে যুবলীগের কর্মীরা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করে। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার এক প্রতিবাদ সভায় বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে বিএনপি জামায়াত দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রের পরিণত করতে চায়। তারা এদেশের উন্নয়ন কখনোই দেখতে চায় না।
ক্ষমতায় থাকতে শুধু লুটপাট নিয়ে ব্যস্ত ছিল। দেশের কোন উন্নয়ন করতে পারিনি। তাই তারা দেশে অরজগতা সৃষ্টি করে আবার ক্ষমতায় আসার জন্য পায়তারা করছে । এ কারণে আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। তারা যেন দেশের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং বর্তমান সরকারকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, যুবলীগ নেতা জুয়েল জোরদ্দার, রামিম হোসেন সৈকত, সামিউল শেখ সুইট, খালিদ মন্ডল, দিপু বিশ্বাস, সহ আরো অনেক।