নীলফামারীতে আগামী ৭২ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা। রাজনৈতিক দল কর্তৃক ঘোষিত এ অবরোধ চলবে এবছরের ৩১ অক্টোবর হতে ০২ নভেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (৩১ অক্টোবর/২৩) আইন-শৃঙ্খলা রক্ষার ডিউটিতে নিয়োজিত বিভিন্ন ডিউটি পোস্ট, চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ পয়েন্ট (রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ইত্যাদি) সার্বিক পরিদর্শন করেন তিনি।
এসময় জেলার কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হয় সেজন্য ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি করে সতর্কতার সাথে ডিউটি পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।