এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

চিকিৎসক হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহিতে চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী আহম্মেদ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চিকিৎসক হত্যার বিচার সম্পর্ণ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ।

ডা. গোলাম কাজেম আলী আহম্মেদ হত্যার আসামিদের গ্রেফতার ও অন্য চিকিৎসক হত্যার বিচার দ্রুত শেষ করার দাবিতে চুয়াডাঙ্গায় এ কর্মসূচি পালন করেন চিকিৎসকদের দুটি সংগঠন। কর্মসূচিতে বক্তারা বলেন হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দ্রুত সময়ে শেষ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন চিকিৎসাকরা।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরি, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল লতিফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমানসহ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img