চুয়াডাঙ্গায় আফরোজা পারভীনের নির্বাচনী গণসংযোগ ও শিক্ষা উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গা-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের পক্ষ থেকে সদর হাসপাতাল এলাকায় গণসংযোগ ও সদর উপজেলার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ও বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্ন উত্তর ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে বারোটার সময় চুয়াডাঙ্গা-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্ব বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রশ্ন উত্তর ও শিক্ষার মান উন্নয়নে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এর আগে সোমবার সকাল থেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন এবং হাসপাতালের ভর্তি রোগীদের খোঁজ খবর নেন। এরপর ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে প্রশ্ন উত্তর ও শিক্ষা উপকরণ বিতরণ চলে।

এই আয়োজন সম্পর্কে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের পক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্ন উত্তর ও শিক্ষা উপকরণ বিতরণ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যেন সকল ছাত্র- ছাত্রী আরও ভালো ভাবে জানতে পারে এবং আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযদ্ধের ইতিহাস বুকে লালন করতে পারে এই জন্য আমাদের এই কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা খাতুন ,সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-কাজলী আক্তার , সাংগঠনিক সম্পাদক সপ্না খাতুন চিনি, দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহেদা খাতুন ,আলমডাঙ্গা উপজেলার যুব মহিলা লীগের সভাপতি মনিরা খাতুন,সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, পূর্ণিমা হালদার, চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড সভাপতি-আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি, সাংগাঠনিক সম্পাদক মিতা রানী, ৬ নং ওয়ার্ড সভাপতি রুপালি, সাধারণ সম্পাদক ফাহিমা, ২নং ওয়ার্ড কমিটির অর্থ সম্পাদক শিউলি খাতুন,মিমি খাতুন, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ রাতুল, সাকিব শেখ , মাহফুজ, আকাশ,কুতুব, রিপন,শাওন, সিফাত,জিরান,সেজান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles