সরকারের উন্নয়ন অব্যাহত রাখা ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে চুয়াডাঙ্গার বাটিয়াপাড়া গ্রামে খাদিমপুর ইউনিয়ন যুবলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বটিয়াপাড়া শিয়ালমারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামালের সভাপতিত্ব কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডল ও যুগ্ম-আহ্বায়ক তাফসির আহমেদ লাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে।