নীলফামারীতে জেলা সমাবেশে পুলিশের অযাযিত হামলা এবং বন্ধ করে দেওয়ায় প্রেস ব্রিফিং করেছে জেলা ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা।
আজ রবিবার বিকালে জেলা শহরের কবস্থানমোড় সংলগ্ন ইসলামী আন্দোলন কার্যালয়ে অযাযিত হামলা ও সমাবেশ বন্ধ করায় নিন্দা জানান সংগঠনটির জেলা সভাপতি মাওলানা মোঃ ইয়াসিন আলী। তিনি বলেন, কেন্দ্র ঘোষিত রাজনৈতিক সংকট,সুষ্ঠ নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ জনদূর্ভোগ লাঘবের দাবীতে আজ এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।
কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে পুলিশ প্রশাসনের সদস্য বন্ধ করে দেয়। এসময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এ্যাড. এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আসাুদজ্জামান বিপ্লবসহ অনেকে উপস্থিত ছিলেন।