ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা প্রমুখ।