এবার আসছে নারী টি-টেন ,লঙ্কা টি-টেনের নিলাম ১০ নভেম্বর

 

 

বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলছে টি-টেন ক্রিকেট। স্বল্প সময়ে ক্রিকেট প্রেমীদের আনন্দদানে টি-টেনের জুড়ি নেই। বিশ্বের নানা দেশের সঙ্গে তাল মিলিয়ে টি-টেনের আসর বসতে যাচ্ছে শ্রীলঙ্কায়।

টি-টেন গ্লোবাল স্পোর্টস ম্যানেজম্যান্টের আয়োজনে ১২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মাঠে গড়াবে লঙ্কা টি-টেনের এবারের আসর। নভেম্বরের ১০ তারিখ অনুষ্ঠিত হবে নিলাম। ৫ নভেম্বর পর্যন্ত চলবে প্লেয়ার্স রেজিস্ট্রেশন।

শ্রীলঙ্কার ছয়টি গুরুত্বপূর্ণ শহরের নামে হবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। প্রতিটি দলের আইকন হিসেবে থাকবে। ছেলেদের টি-টেন শেষে শ্রীলঙ্কায় প্রথম নারী টি-টেনও হতে পারে।

টি-টেন স্পোর্টস ম্যানেজম্যান্টের চেয়ারম্যান শাহজিউল মূলক বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে টি-টেনকে শুধু খেলার বৈধ ফরম্যাট হিসেবেই প্রতিষ্ঠিত করিনি, সবচেয়ে বিনোদনমূলক ক্রিকেট হিসেবেও প্রতিষ্ঠা করি। শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটিং সুপারস্টারদের সরাসরি দেখার দারুণ সুযোগ পেতে যাচ্ছে। আমরা শ্রীলঙ্কায় টি-টেন আনতে পেরে রোমাঞ্চিত এবং আমরা আরও একটি দুর্দান্ত টুর্নামেন্ট আয়োজনে আত্মবিশ্বাসী।’

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464