ময়মনসিংহের ভালুকায় পূর্ববিরোধের জের ধরে মারপিট ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চাঁন মিয়ার ছেলে মিন্টু (৩০) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বাশিল গ্রামে। এ ঘটনায় মিন্টু মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মিন্টু মিয়া ও তার পরিবারের সাথে দীর্ঘদিন যাবত একই এলাকার মোক্তার হোসেনের ছেলে ইব্রাহীম (৩০), মৃত নবাবখানের দুই সন্তান মর্জিনা খাতুন (৫০), আব্দুল মতিন (৪৫), মতিনের স্ত্রী হেলেনা খাতুন (৪০), উপজেলার অবদা এলাকার জহির মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৭) এর দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছিলো।
ঘটনার দিন শুক্রবার দুপুরে উল্লেখিত ব্যাক্তিরা দেশীয় অস্ত্র ও ইট দিয়ে মিন্টু মিয়ার দোকানে হামলা চালিয়ে পঞ্চাশ হাজার টাকার ক্ষতি করে, এসময় মিন্টুকে মারপিট করে তার পকেটে থাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
তার ডাক চিৎকারে স্থানিয়রা আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মিন্টু মিয়া আরো জানান, হাসপাতালে ভর্তির পর থেকে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে।
এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, মারপিট ও লুটপাটের ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।