রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডনসহ গত ২৪ ঘন্টায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বেআইনীভাবে সংঘবব্ধ হয়ে পুলিশের উপর আক্রমণের প্রস্তুতির অভিযোগে রোববার সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে মহানগর বিএনপি’র আহ্বায়কসহ ৩ নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
এদিকে বিএনপির কার্যালয়ের পিছনের গলি থেকে ৯ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে হরতালে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও নগরীতে মানুষের উপস্থিতি কম। দোকানপাটগুলোও খুলছে দেরীতে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত রংপুর থেকে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েনসহ র্যাবের টহল অব্যহত রয়েছে।