বাংলাদেশকে গতকাল কলকাতায় ৮৭ রানে পরাজিত করে এবারের বিশ্বকাপে আরো একটি জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ড। এই জয়ের পর নেদারল্যান্ডসকে এখন থেকে ‘বড় জাতির’ মর্যাদা দেয়ার দাবী করেছেন ডাচ অল-রাউন্ডার বাস ডি লিড।
ভারতের মাটিতে চলমান এবারের বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দেশের বাইরে একমাত্র দেশ হিসেবে অংশ নিচ্ছে নেদারল্যান্ডস। এর আগে ধর্মশালায় উড়তে থাকা দক্ষিণ আফ্রিকানে ৩৮ রানে পরাজিত করার পর এবার তাদের শিকার হলো বাংলাদেশ।
ডি লিড বলেন, ‘আমরা চেষ্টা করেছি। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দৃষ্টি আকর্ষনও সম্ভব হয়েছে বলে আমি মনে করি, ভবিষ্যতে যাতে নেদারল্যান্ডসকেও একটি বড় দেশ হিসেবে বিবেচনা করা হয়।’
দলীয় ২২৯ রানে অল আউট হয় নেদারল্যান্ডস। দলের পক্ষে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস ছিল ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। ফাস্ট বোলার পল ফন মিকেরেন ২৩ রানের নিয়েছেন ৪ উইকেট। জবাবে নেদারল্যান্ডসের বোলিং তোপে বাংলাদেশের ইনিংস ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায়।
ডি লিড আরো বলেন, ‘আমি মনে করি বিশ্বকাপের প্রতিটি জয়ই বড়। এটা কার্যত নেদারল্যান্ডসের ক্রিকেটকেই এগিয়ে নিয়ে যাবে। ঘরে ফিরে আমরা যেন এর মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ করতে পারি।’
৫০ ওভারের বিশ্বকাপে গতকালকের মাধ্যমে চতুর্থ জয় তুলে নিয়েছে নেদারল্যান্ড। এর আগে ২০০৩ সালে নামিবিয়া ও ২০০৭ সালে স্কটল্যান্ডকে তারা হারিয়েছিল তারা । এই জয় নেদারল্যান্ডস কিভাবে উদযাপন করবে এমন প্রশ্নের উত্তরে ডি লিড বলেছেন, ‘কোন উত্তেজনাকর কিছু নয়। কেউ কেউ ড্রেসিং রুমেই হয়তো উদযাপনের উৎস খুঁজে নিবে। আমরা একসাথে দলীয় সঙ্গীত গাইবো। মূলত আজ রাতে রাগবি খেলা আছে, আমার মনে হয় সবাই মিলে সেই ম্যাচটি উপভোগ করবো।’
প্যারিসে চলমান রাগবি বিশ্বকাপের ফাইনালে কাল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ম্যাচটি দেখার প্রতি বেশী আগ্রহ পোষন করেছেন ডি লিড।
ছয় ম্যাচে নেদারল্যান্ডসের সংগ্রহ চার পয়েন্ট। এখনো অবশ্য সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা তাদের সামনে টিকে রয়েছে। অবশ্য সেজন্য অন্য দলগুলোর ফলাফলের উপরও নজড় রাখতে হবে। ডি লিড বলেন, ‘আমি মনে করি সেমিফাইনাল পজিশন অন্যদের উপরও নির্ভর করছে। তারপরও আমাদের নিজেদের স্বাভাবিক খেলা চালিয়ে যেতে হবে। যতটা সম্ভব ম্যাচ জয় করে দেশে ফেরাই আমাদের মূল লক্ষ্য। এবারের বিশ্বকাপে অন্তত দুটি ম্যাচে আমরা প্রত্যাশানুযায়ী খেলতে পারিনি। কিন্তু আজ আবারো জয়ের ধারায় ফিরেছি। আগামী তিন ম্যাচেও যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে শেষ পর্যন্ত কি হয় কিছুই বলা যায়না।’
আগামী ৩ নভেম্বর লখউতে আফগানিস্তান, ৮ নভেম্বর পুনেতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ১২ নভেম্বর বেঙ্গালুরুতে ভারতের মোকাবেলা করবে নেদারল্যান্ডস।