NBMAGF কিশোরগঞ্জ জেলা টিমের উদ্যোগে উদ্দোক্তা ওয়ার্কশপ- ২০২৩ অনুষ্ঠিত

নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন – উদ্দোক্তা তৈরির কেন্দ্র কিশোরগঞ্জ জেলা টিমের উদ্যোগে কটিয়াদী উপজেলায় অফলাইন মিটআপ ও ফাউন্ডেশন কর্তৃক অভিজ্ঞ ট্রেইনার দ্বারা ট্রেইনিং সেশান ও উদ্যোগতা ওয়ার্কশপ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

এই প্রথম উপজেলা পর্যায়ে অসংখ্য ট্রেইনার নিয়ে প্রজেক্টের মাধ্যমে জাগ্রত কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় কিশোরগঞ্জ উদ্যোক্তা ওয়ার্কশপ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

চাকরি করবো না, চাকরি দেবো উক্ত ফাউন্ডেশনের এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে কটিয়াদী উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে উক্ত মিটআপ ও দিন ব্যাপি ট্রেনিং সেশান উদ্যোগক্তা অয়ার্কশপ এর কার্যক্রম ভিডিও কনফারেন্সর মাধ্যমে শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন – উদ্দোক্তা তৈরির কেন্দ্র এর প্রিয় মেন্টর, প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কোর ভলান্টিয়ার ও মডারেটর সাগর বনিক, উপজেলা ও থানা এম্বাসাডর সমন্বয়ক, সম্মানিত কোর ভলান্টিয়ার ও মডারেটর ইবনে সাইম রানা, মডারেটর ও ২৪/৭ লাইভ সাপোর্ট টিম লিডার মোহাম্মদ লিটন, কোর ভলান্টিয়ার ও মডারেটর মোঃ মহিউদ্দিন, ঢাকা জেলা এম্বাসেডর ও মডারেটর মোঃ হোসাইন আল মামুন, মডারেটর ও টীম লিডার, ইউটিউব (এন.বি.এম.ই.জি.এফ) মোঃ আশরাফুল আলম, নরসিংদী জেলা এম্বাসেডর ও মডারেটর মোঃ রায়হানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান, মিঠামইন উপজেলা প্রতিনিধি ও ভলান্টিয়ার মোল্লা আল-মামুন, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি সোহেল আহামেদ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি আহাম্মদ আলী সোহাগ, হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ সাইফ সুলতান, আই.এন.এস নাইম, বাজিতপুর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ভৈরব উপজেলা প্রতিনিধি ফরহাদ হাসান, কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মোঃ আলী সোহেল সহ উপজেলা এম্বাসেডর বৃন্দ, ক্যামপাস এম্বাসেডর, কমিউনিটি ভলান্টিয়ার এবং নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর আজীবন সদস্য বৃন্দ।

পরে সকাল ১১ টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিন ব্যাপি ট্রেইনিং সেশনের শুরুতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের অভিজ্ঞ ট্রেইনার মোঃ আশরাফুল আলম আইসিটি স্কিল, মোঃ হোসাইন আলো মামুন স্টার্টআপ মাইন্ড, মোঃ মহিউদ্দিন লিডারশীপ ও রায়হানুর রহমান বিজনেস এর উপর বিশেষ ট্রেনিং সেশন প্রজেক্টের মাধ্যমে প্রদর্শন ও আলোচনা করেন।

পরবর্তীতে ট্রেনিং সেশন ও বিজনেস এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশেষ অতিথি কোর ভলান্টিয়ার ও মডারেটর সাগর বনিক, উপজেলা ও থানা এম্বাসাডর সমন্বয়ক, সম্মানিত কোর ভলান্টিয়ার ও মডারেটর ইবনে সাইম রানা, মডারেটর ও ২৪/৭ লাইভ সাপোর্ট টিম লিডার মোহাম্মদ লিটন। অতিথি বৃন্দরা কিশোরগঞ্জ জেলাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতা পাওয়ার আশা ব্যক্ত করে কিশোরগঞ্জ জেলা টিম ও উপজেলা টিমকে ফাউন্ডেশনের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ এর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আরও গতিশীল ভাবে কাজ করে যাওয়ার অনুরোধ করেন।

পরে উদ্যোক্তাদের নিয়ে টিমওয়ার্কের মাধ্যমে ট্রেনিং সেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দরা।

পরবর্তীতে সন্ধ্যা ৭ দিকে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত ট্রেনিং সেশন ও উদ্যোক্তা ওয়ার্কশপ ২০২৩ এর সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত ট্রেনিং সেশন ও উদ্যোক্তা ওয়ার্কশপ এ উদ্যোক্তাদের নিজ নিজ পণ্য প্রদর্শনীর ও ব্যাবস্থা করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles