বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ।
শনিবার সকাল থেকে বেলা ৪ টা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে নেতা -কর্মীরা। নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন।
পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে, প্রতিবাদ সভায় আফরোজা পারভীন বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ।
তখনই উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার জন্য, এই বিএনপি- জামাত নানামুখী ষড়যন্ত্র করতে থাকে। এরই অংশ হিসেবে আজ নাশকতা করার জন্যই তারা ঢাকায় সমবেত হয়েছে।
ওই বিএনপি-জামাতকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা দেশের ক্ষতি করবেন আর আমরা চুপ করে থাকব, সেটা কখনো হতে পারে না। কোন রকম নাশকতা করলে তার উচিত জবাব দেওয়া হবে।