এবারের বিশ্বকাপে প্রথমবারের মত কনকাশান সাব খেলোয়াড় মাঠে নামাতে হলো পাকিস্তানকে। গতকাল চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শাদাব খানের জায়গায় উসামা মিরকে কনকাশন সাব খেলিয়েছে পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আইনানুযায়ী কোন খেলোয়াড় যদি আহত হয়ে মাঠ ছাড়েন তাহলে তার পরিবর্তে ঐ একই ধরনের খেলোয়াড় মাঠে নামানো যাবে। কাল তাই শাদাবের পরিবর্তে আরেক লেগ স্পিনর উসামাকে দলভূক্ত করে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকান ইনিংসের শুরুতেই ইফতিখার আহমেদের প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে মিড অনে ফিল্ডিংয়ের সময় আহত হন শাদাব। দ্রুত দৌঁড়ে এসে তিনি বলটি থ্রো করার পর মাটিতে পড়ে যান, এতে মাথায় আঘাত পান শাদাব। এরপর মাঠে কিছুক্ষণ তাতে চিকিৎসা দেওয়া হয়।
কিন্তু কিছুক্ষন পর তাকে মাঠ ত্যাগ করতে হয়। কিছুক্ষন পরে তিনি মাঠে ফিরে এসেছিলেন, কিন্তু ঐ সময় তাকে বোলিং করতে দেয়া হয়নি, পরবর্তীতে তিনি মাঠ ত্যাগ করেন। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উসামাকে শাদাবের কনকাশন সাব হিসেবে নামানোর ঘোষণা দেয়। তখন দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫তম ওভার চলছিল। শাদাবের বদলি হিসেবে আগে থেকেই ফিল্ডিং করা উসামা বল হাতে নেন ১৯তম ওভারে। সেই ওভারে তিনি উইকেটও নেন। কনকাশান সাবের আইনানুযায়ী উসামার পুরো ১০ ওভার বোলিং করার এখতিয়ার ছিল।