২৭ অক্টোবর ২৩ইং তারিখ ৬ ঘটিকায় দীঘিনালা উপজেলাধীন বোয়ালখালি বাজারস্ত উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে উপজেলা চেয়ারম্যান জনাব হাজ্বী মোঃ কাশেম এর উপস্থিতিতে একটি দলীয় বৈঠক চলাকালীন সময়ে কথা কাটাকাটির এক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক, সুমন দাশ,আব্দুর রহমান,হোসেন মেম্বার, হেলাল,ছমির,কামরুল মারামারি শুরু করেন।
এতে দলীয় দুইজন কর্মী আহত হয়েছেন এবং তাৎক্ষণিক আহত দুইজনকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১। আব্দুল জলিল (৩২)দলীয় পদবী-জেলা মৎস্যলীগের সাংগঠনিক সম্পাদক।পিতা-আব্দুল হানিফ সাং-মধ্যবোয়ালখালি,১নং মেরুং ইউনিয়ন,পোস্ট+থানাঃ দীঘিনালা,জেলাঃ খাগড়াছড়ি।
২। সবুজ মিয়া (২৮)পিতা-আব্দুর রহমান
দলীয় পদবী-উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
সাং-আশ্রম পাড়া,১নং মেরুং ইউনিয়ন,পোস্ট+থানাঃ দীঘিনালা,জেলাঃ খাগড়াছড়ি।
দীঘিনালা স্মার্ট কমিটিকে কেন্দ্র করে উক্ত ঘটনা সংঘটিত হয়। জানা যায় স্মার্ট কমিটিতে যাদের থাকার কথা, তাদের কে না রেখে এক পরিবারে দুইজন করে দিয়ে স্মার্ট কমিটি গঠন করা হয়।
এরইপেক্ষিতে আজ সকাল থেকে ফেসবুকে বিভিন্ন ভাবে লেখালেখি হয়। এতে কিছু সংখ্যক নেতা কর্মীদের মাঝে খোব সৃষ্টি হয়, এজন্যই সংঘটিত হয়েছে বলে পতীয়মান। দীঘিনালা জোন ও থানা বিষয়টি তদন্ত করছেন, উক্ত ঘটনায় মামলা করবে বলে জানাযায়।
আওয়ামী লীগ দলের মধ্যে এধরনের কার্যকালাপ সংগঠিত হলে আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে