কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে রাতভর পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, বৃহস্প্রতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে কুলিয়ারচর থানা পুলিশ উপজেলার ছয়সূতী,গোবরিয়া আব্দুল্লাহপুর, ফরিদপুর ও উছমানপুর ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পৃথক পৃথকভাবে এই পুলিশি অভিযান পরিচালনা করেন।এ সময় কুলিয়ারচর থানা পুলিশ ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছালাউদ্দিন মুর্শেদ বাবুল নিজামি ও উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক ও উসমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদ মিয়া, গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহশিন রানা, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে তাঁদেরকে গ্রেফতারের চেষ্টা করে। পুলিশি অভিযানকালে তাঁরা কেউ বাড়িতে ছিল না।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের বাড়ীতে পুলিশের এই গ্রেফতার অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নরুল মিল্লত ও সাধারণ সম্পাদক এম এ হান্নান।