আগামীকাল চলতি ওয়ানডে বিশ্বকাপের ২৭তম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। পরিসংখ্যান মতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফেবারিট হিসেবে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
সব মিলিয়ে ওয়ানডেতে ১৪১বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এরমধ্যে অস্ট্রেলিয়ার জয় ৯৫টিতে, নিউজিল্যান্ডের জয় ৩৯টিতে এবং ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়।
এছাড়া এখন পর্যন্ত বিশ্বকাপে ১১বার দেখা হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের। এরমধ্যে জয়ের পাল্লা ভারী অসিদের। ৮বার জয় পেয়েছে তারা। ৩বার জিতেছে নিউজিল্যান্ড।
এমনকি সর্বশেষ পাঁচ দেখায় নিউজিল্যান্ডের বিপক্ষে শতভাগ সাফল্য আছে অস্ট্রেলিয়ার।
ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সর্বশেষ ১০ লড়াই :
০৬-১২-২০১৬ : অস্ট্রেলিয়া ১১৬ রানে জয়ী, ক্যানবেরা
০৯-১২-২০১৬ : অস্ট্রেলিয়া ১১৭ রানে জয়ী, মেলবোর্ন
৩০-০১-২০১৭: নিউজিল্যান্ড ৬ রানে জয়ী, অকল্যান্ড
০৫-০২-২০১৭: নিউজিল্যান্ড ২৪ রানে জয়ী, হ্যামিল্টন
০২-০৬-২০১৭ : পরিত্যক্ত, বার্মিংহাম
২৯-০৬-২০১৯: অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী, লর্ডস
১৩-০৩-২০২০: অস্ট্রেলিয়া ৭১ রানে জয়ী, সিডনি
০৬-০৯-২০২২ : অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী, কেয়ার্নস
০৮-০৯-২০২২: অস্ট্রেলিয়া ১১৩ রানে জয়ী, কেয়ার্নস
১১-০৯-২০২২: অস্ট্রেলিয়া ২৫ রানে জয়ী, কেয়ার্নস
সব মিলিয়ে ওয়ানডেতে ১৪১বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড :
অস্ট্রেলিয়ার জয় : ৯৫ ম্যাচে
নিউজিল্যান্ডের জয় : ৩৯ ম্যাচে
টাই : ০
পরিত্যক্ত : ৭