ফিলিস্তিনে শিশু-নারী- বৃদ্ধ সহ গনহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা জাকের পার্টির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্তরে এসে শেষ হয়।
পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জাকের পার্টির চেয়ারম্যানের রেকর্ডকৃত বক্তব্য শোনানো হয়। বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস প্রমুখ।
পরে ফিলিস্তিনে নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।