লক্ষ্মীপুরে মেধাবী ও অচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭অক্টোবর) সকালে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদ ২৫জনের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করেন। এছাড়া একজনকে চিকিৎসা অনুদান প্রদান করে সংগঠনটি।
এরআগে শহরের রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্ট সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বার্ষিক আয়-ব্যয়, বার্ষিক বাজেট ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় পরিষদের সভাপতি সাইফ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন কিরনের পরিচালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা প্রফেসর জেডএম ফারুকী, প্রফেসর মোঃ শাহজাহান, প্রফেসর জাকির হোসেন, এড. হাফিজুর রহমান, এড. শাহাদাত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন, সমাজ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী, সহ-সভাপতি এড. হাবিবুর রহমান, সহ-সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সদস্য খালেদ সাইফুল্লাহ, শামছুল করিম খোকন, আজিজুর রহমান, মুহাম্মদ শহীদ উল্লাহ, হাবিবুর রহমান সবুজ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।