চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে সদর উপজেলার রাহেলা খাতুন গার্লস একাডেমি ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনী ও বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্ন উত্তর ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্ব বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রশ্ন উত্তর ও শিক্ষার মান উন্নয়নে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও
চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে প্রশ্ন উত্তর ও শিক্ষা উপকরণ বিতরণ চলে করে।
এই আয়োজন সম্পর্কে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের পক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্ন উত্তর ও শিক্ষা উপকরণ বিতরণ করছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যেন সকল ছাত্র- ছাত্রী আরও ভালো ভাবে জানতে পারে এবং আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযদ্ধের ইতিহাস বুকে লালন করতে পারে এই জন্য আমাদের এই কর্মসূচি।