রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেছেন,এখানাকার মূল সমস্যা ছিলো মাদক। রেলস্টেশন এলাকা ছিলো মাদকের আখড়া। সেই মাদক বিরোধী অভিযান করতে গিয়েই রেলস্টেশন এলাকায় আমাদের আগমন হয়।
এখানে আসার পর আমরা দেখি বাচ্চারা ও ভাসমান-ছিন্নমূল শিশুরাও মাদকসহ নানার ধারণের অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে।
এই অভিজ্ঞতা থেকে ভাসমান-ছিন্নমূল শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছি।
আজ বৃহস্পতিবার দুপুরে রেলস্টেশনের একটি ভবনে ভাসমান-ছিন্নমূল শিশুদের শিক্ষার আলোয় নিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জুম বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে স্কুলের উদ্বোধন কালে এসব কথা বলেন পুলিশ কমিশনার মনিরুজ্জামান ।
জুম বাংলাদেশ স্কুলে রেলস্টেশন এলাকার ৪৫ জন শিক্ষার্থীকে বিনামূল্যে মানসম্মত শিক্ষাপ্রদান, একবেলা পুষ্টিকর খাবার প্রদান, স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষা উপকরণ প্রদানসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বলেও জানান তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি’র সভানেত্রী নাসিমা সুলতানার সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামানসহ মেট্রো পুলিশের কর্মকর্তা ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিল শাহাজাদা, ২৭ ওয়ার্ড কাউন্সিল মেহেদী সকল নেতাকর্মী বৃন্দ।
আব্দুর রহমান রাসেল রংপুর অফিস