বরগুনায় দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কেটে ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যদিয়ে বরগুনায় উদযাপিত হলো জাতীয় দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সন্ধ্যে সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন মানবকণ্ঠের বরগুনা জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর কেশব।

প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বরগুনা পৌরসভার মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পিজুস চন্দ্র দে, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জি: রাইসুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিব, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা কাদের, মো: সালেহ্ জাফর ও প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির মৃধা, প্রিন্ট মিডিয়া ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুসহ বরগুনা প্রেসক্লাবের সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সুচনা করেন এবং উপস্থিত অতিথিদের সকলেই দৈনিক মানবকণ্ঠের সাফল্য কামনা করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles