মাাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৫ অক্টোবর) এক শোক বার্তায় সাইফুজ্জামান চৌধুরী বলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি ও শিক্ষাবিদ সৈয়দ আবুল হোসেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ধারাবাহিকভাবে অবহেলিত ও দারিদ্র্যের শিকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশবাসী তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শোক বার্তায় ভূমিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।