এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

শ্রীলংকান বিশ্বকাপ স্কোয়াডে পাথিরানার পরিবর্তে ম্যাথুজ

 

 

ইনজুরি আক্রান্ত মাথিসা পাথিরানা পরিবর্তে চলমান বিশ্বকাপে শ্রীলংকান দলে সাবেক অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অন্তর্ভুক্তি ইতোমধ্যেই অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।

ক্যারিয়ারে ২২১ ওয়ানডে ম্যাচ খেলা অভিজ্ঞ ম্যাথুজ বিশ্বকাপ টেকনিক্যাল কমিটির অনুমোদন পেয়েই লংকান দলে যোগ দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ম্যাথুজকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কাঁধের ইনজুরি কাটিয়ে পাথিরানা সুস্থ হয়ে উঠতে পারেননি। বিশ্বকাপের অনুশীলন ম্যাচে তিনি ইনজুরিতে পড়ার পর কিছুদিন পর্যবেক্ষনে ছিলেন। কিন্তু এখন তিনি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন।’

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা চার ম্যাচের মাত্র একটিতে জয়ী হয়েছে। ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলে বাংলাদেশ ও ইংল্যান্ডের আগে অষ্টম স্থানে আছে লংকানরা।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img