চুয়াডাঙ্গা ১ আসনের মনোনয়ন প্রত্যাশী যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন সরকারের নানা উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং বর্তমান সরকারের নানামুখি উন্নয়নের কথা তুলে ধরেন ।
এ সময় তিনি বলেন উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য আবার আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে । তাহলে ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ স্মার্ট দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি পূর্ণিমার হালদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলীজা খাতুন, সাংগঠনিক সম্পাদক সপ্না খাতুন চিনি, চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আরজিনা বেগম, সাধারণ সম্পাদকসহ আরো অনেকে।