‘আমরা সত্যিই দুঃখিত’ : বাবর আজম

 

আফগানিস্তানের বিপক্ষে সোমবার চেন্নাইয়ে ৮ উইকেটের পরাজয়ে চলমান বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। এর ফলে সেমিফাইনালে পথে অনেকটাই পিছিয়ে পড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। অধিনায়ক বাবর আজমও বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘আমরা সত্যিই দু:খিত।’

২৮৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটির দারুন ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে আটবারের মোকাবেলায় প্রথম জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ইব্রাহিম জারদান ১১৩ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৫৩ বলে খেলেছেন ৬৫ রানের ইনিংস। প্রথম উইকেটে ১৩০ রানের পার্টনারশীপের উপর ভর করে আফগানিস্তান দাপুটে জয় নিশ্চিত করে। ওপেনিং জুটির পর রহমত শাহর ৮৪ বলে ৭৭ ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী ৪৮ রানে অপরাজিত ছিলেন।

পাঁচ ম্যাচে তিন পরাজয় ও দুই জয়ে পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর বলেছেন, ‘দল হিসেবে আমরা হতাশ।’

চেন্নাইয়ের এই একই ভেন্যুতে আগামী শুক্রবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে পাকিস্তান।
৯৫ বলে কাল বাবর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন। এছাড়া ওপেনার আব্দুল্লাহ শফিক করেছেন ৫৮ রান। এই দুজনের রানে টস জয়ী পাকিস্তান আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৮২ রান সংগ্র করে। বাবর বলেন, ‘আমাদের অবশ্যই হতাশ হওয়া উচিৎ। বাকি ম্যাচগুলোতে পুরো দলের প্রতি আমরা একটাই বার্তা থাকবে, এই পরাজয় থেকে শিক্ষা নাও। ব্যাটিং করতে নেমে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা অনেকটাই পূরণ করেছিলাম। কিন্তু বোলিং ও ফিল্ডিংয়ে আমরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি। আমরা তাদেরকে চাপে রাখতে পারিনি। কিন্তু এই জয়ের জন্য আমি আফগানিস্তান দলকে অভিনন্দন জানাতে চাই।’

প্রথম ১৬ ওভারে পাকিস্তানী বোলাররা ১৭টি বাউন্ডারি হজম করেছে। সোমবার চার জন স্বীকৃত স্পিনার নিয়ে মাঠে নেমেছিল আফগানিস্তান। পাঁচ ম্যাচে আফগানিস্তানও তিনটিতে পরাজয় ও দুটিয়ে জয়ী হয়েছে। বাবর বলেন, ‘আফগানিস্তানের স্পিনাররা দারুন প্রতিভাবান। সে কারনে আমাদের পরিকল্পনা ছিল ৪০ ওভার পর্যন্ত যতটা সম্ভব উইকেট ধরে রেখে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া। এরপর শেষ ১০ ওভারে আগ্রাসী ব্যাটিং করা। কিন্তু আমি মনে করি মোট ১০ থেকে ১৫ রান কম হয়েছিল।’

১৮ বছর বয়সী নুর আহমেদ বিশ্বকাপের অভিষেক ম্যাচেই ৪৯ রানে নিয়েছেন ৩ উইকেট। দলের মূল দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান কাল কোন উইকেট নিতে পারেননি।

সোমবারের হতাশাজনক এই পরাজয়ের পরও পাকিস্তানের সেমফিাইনাল খেলার সম্ভাবনা আছে মনে করা বাবর বলেন . ‘এই মুহূর্ত থেকে সব বিভাগে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে এবং অবশ্যই আমাদের ভুলগুলোকে কাটিয়ে উঠতে হবে।’

কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওযা ফাস্ট বোলার নাসিম শাহর অনুপস্থিতি পুরো দল অনুভব করছে বলেও স্বীকার করেন পাকিস্তান অধিনায়ক। বাবর বলেন, ‘অবশ্যই আমরা দারুনভাবে নাসিমকে মিস করছি। কিন্তু এটাও ক্রিকেটের একটি অংশ। সব মিলিয়ে আমাদের বোলিং বিভাগ সেভাবে নিজেদের প্রমান করতে পারছে না। আমরা জানি এখানে ভুলের কোন সুযোগ নেই। কিন্তু আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। অনুশীলনে আমরা সবাই নিজেদের সেরাটা দিয়েছি। কিন্তু আমি মনে করি আমাদের বোলাররা ম্যাচে একটু বেশী পরিশ্রান্ত ছিল। যে কারনে রান বেশী দিয়েছে। আমাদের অবশ্যই ইতিবাচক থাকতে হবে এবং ভিন্ন মানসিকতা নিয়ে সামনে এগোতে হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464