হ্যাট্টিক জয়ের লক্ষ্য নিয়ে কাল নেদারল্যান্ডসের মুখোমুখি অস্ট্রেলিয়া

 

হ্যাট্টিক জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে কাল নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হারলেও সর্বশেষ দুই ম্যাচ জিতে বিশ্বকাপ লড়াইয়ে ফিরেছে অসিরা। অন্যদিকে,জয়ের ধারায় ফিরতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আরও একটি চমক দেখাতে চায় নেদারল্যান্ডস। নয়া দিল্লিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ভারতের কাছে ৬ উইকেটে হার দিয়ে বিশ্বকাপ শুরু করে অস্ট্রেলিয়া। ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অসিরা। টানা দুই ম্যাচ হারে ব্যাকফুটে চলে যাওয়া অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পায়। শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় তারা। লংকানদের পর পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত জয় পায় অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের রেকর্ড ২৫৯ রানের জুটিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৬৩ ও মার্শ ১২১ রান করেন। জবাবে অস্ট্রেলিয়ার বোলারদের দারুন বোলিংয়ে ৩০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৬২ রানের জয়ে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

টানা দুই হারের পর দুই জয়ে অস্ট্রেলিয়া এখন আত্মবিশ্বাসী বলে জানান দলের ওপেনার ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক ওয়ার্নার বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারের পর টানা দুই জয়, অবশ্যই দলের আত্মবিশ^াস এখন তুঙ্গে। আমি মনে করি, আমরা দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়েছি এবং সামনের ম্যাচগুলোতে যেকোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই হ্যাট্টিক জয়ের স্বাদ পাবে অস্ট্রেলিয়া। শুধুমাত্র এবারের আসরের টানা তিন জয়ই নয়, বিশ্বকাপের মঞ্চেও নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাট্টিক জয়ের সুযোগ অসিদের। ওয়ার্নার বলেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষেও আমরা জিততে চাই। তাহলে টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পাবো আমরা। জয়ের লক্ষে দলের সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’

বিশ্বকাপে মঞ্চে এ পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। দু’ম্যাচেই জয় পেয়েছে অসিরা। ২০০৩ আসরে ৭৫ রানে এবং ২০০৭ সালে ২২৯ রানে ম্যাচ জিতেছিলো অস্ট্রেলিয়া। সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ঐ দু’টি ম্যাচ খেলেছে দু’দল।

অন্যদিকে,পাকিস্তানের কাছে ৮১ ও নিউজিল্যান্ডের কাছে ৯৯ রানে হারের পর দক্সিণ আফ্রিকাকে হারিয়ে বিশ^কে তাক লাগিয়ে দেয় নেদারল্যান্ডস। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে বিশ্বকাপে অঘটনের জন্ম দেয় ডাচরা। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও আপসেট ঘটাতে চায় নেদারল্যান্ডস।

দলের ওপেনার বিক্রমজিত বলেন, ‘অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হারলেওভেঙ্গে পড়েনি অসিরা। ঠিকই শেষ দুই ম্যাচ জিতে নিজের সামর্থ্য ও শক্তি প্রদর্শন করেছে দলটি। তবে আমরাও অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং জয়ের জন্যই মাঠে নামবোআমরা।’

অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।

নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিডে, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারু, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home11/onzcfyam/public_html/wp-includes/functions.php on line 5464