সিংড়ায় ১৫ টি বক অবমুক্ত করলেন পরিবেশকর্মী জুলহাজ কায়েম

 

নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের প্রত্যন্ত চলনবিল এলাকার ক্ষিরপোওতা গ্রামের মাঠ থেকে ১৫ টি বক উদ্ধার করে অবমুক্ত করলেন গণ্যমাধ্যম ও পরিবেশ কর্মী জুলহাজ কায়েম।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সদস্য সাংবাদিক জুলহাস কায়েম স্থানীয় পরিবেশ কর্মী ও সচেতন ব্যক্তিদের সাথে নিয়ে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামের মাঠ থেকে এই ১৫ টি বক উদ্ধার করেন। এসময় পরিবেশ কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারী দল পালিয়ে যায় । পরে পরিবেশ কর্মীদের হস্তক্ষেপে বক শিকারীদের তিনটি বাঁশের কেল্লা ধ্বংস করা হয়।
দুপুর ১২ টায় উপজেলা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরানের সহযোগিতায় ১৫ টি বক অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাব ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles