লাতিন-সাউথ আমেরিকা বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভেনিজুয়েলার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বাংলাদেশের সেরা প্রফেশনাল বক্সার মোতালেব হোসেন।
এ উপলক্ষ্যে রাজধানীর পুরানা পল্টনের ডিআর টাওয়ারে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন পল্টু।
এ সময় বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দেশের পেশাদার বক্সিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বক্সার লাতিন আমেরিকায় খেলতে যাচ্ছে। ভেনিজুয়েলার কোরাসাওয়ে সেদেশের অ্যাঞ্জেল গুইদেজের বিপক্ষে লড়বেন মোতালেব।
তিনি জানান, দেশের প্রফেশনাল বক্সিংকে আরো জনপ্রিয় করতে আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাইক টাইসনকে দেশে আনার চেষ্টা চলছে।