এটি বিজ্ঞাপন এর স্থান spot_img

সিংড়ার ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের পুজা মন্ডব পরিদর্শন

 

নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দের একটি দল বিয়াশ মিস্ত্রি পাড়ার পুজা মন্ডল পরিদর্শন করেছেন।

সোমবার (২৩ অক্টোবর) রাত ৮ টায় প্রায় ৫০ জন নেতা কর্মী নিয়ে ওই পুজা মন্ডব পরিদর্শন করেন।

এ সময় বিয়াশ মিস্ত্রি পাড়া পুজা মন্ডবের সভাপতি শ্রী নেপাল চন্দ্রের সভাপতিত্বে ও স্থানীয় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক, জুলহাজ কায়েম, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহরাব হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অবসর সেনা সদস্য সাইফ মাহমুদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহাবুব হোসেন, মিস্ত্রি পাড়া পুজা মন্ডবের সাধারন সম্পাদক পুলক প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাহিয়া ইউনিয়ন যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক মানিক শেখ, বিযাশ গ্রামের প্রবীণ আওয়ামীলীগ কর্মী আত্তাব আলী,আয়েশ গ্রামের প্রবীণ আওয়ামীলীগ কর্মী আলা উদ্দিন আকন্দ, আব্দুর রউফ ফকির সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি।

আলোচনা শেষে পুজা মন্ডবের সভাপতি ও সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জুলহাজ কায়েম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ ও সাধারন সম্পাদক আব্দর রাজ্জাক ফকির, এসময় ডাহিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মতিন মৃধার পক্ষে আর্থিক অনুদান তুলে দেন, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহাবুব ও সাধারন সম্পাদক মোঃ আনোযার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেই আলোকে এখানে এসেছি। আমরা আপনাদের উৎসবের পাশে আছি থাকবো। একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদের গড়ার লক্ষ্যে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নাই।

পরিশেষে বক্তারা আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওযার আহবান জানান।

- Advertisement -spot_img

Related Articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img