বাম হাতের তর্জনিতে চিড় ধরায় বিশ্বকাপ শেষ হয়ে গেছেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার রিচ টপলির। তার পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন পেসার ব্রাইডন কার্স। আইসিসির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
গত শনিবার মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিজের বোলিংয়ের বল থামানোর সময় বাম তর্জনিতে ব্যাথা পান টপলি। এরপর মেডিকেল রিপোর্টে ধরাপড়া তর্জনির আঘাতের কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বআধ্য হস টপলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ ম্যাচে ২২৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয় ইংল্যান্ড।
৩ ম্যাচ খেলে এবারের আসরে ৮ উইকেট নিয়ে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী টপলি। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৪৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
২০২১ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভুত ২৮ বছর বয়সী কার্সের। দেশের হয়ে এখন পর্যন্ত ১২টি ওয়ানডেতে ১৪ উইকেট এবং ৩টি টি-টোয়েন্টিতে ৪ উইকেট শিকার রয়েছে কাসের্র।
বিশ্বকাপে নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে ৩টিতে হেরে বিপাকে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামী ২৬ অক্টোবর ব্যাঙ্গালুরুতে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে ইংলিশরা।