সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূঁজা উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নং করের হাট কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব রহমান রুহেল।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উক্ত মন্দির পরিদর্শন করেন।
করের হাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দীন জসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব রহমান রুহেল। অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করের হাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
এসময় মিরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুল হোসেনসহ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ নেতা রুহেল উপস্থিত সকলকে শারদীয় দূর্গাপূঁজার শুভেচ্ছা জানিয়ে বলেন কিছুদিন পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেলক্ষে সকলকে একযোগে নৌকার পক্ষে কাজ করে জাননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। পু:নরায় আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় এনে বাকি উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। তাই তিনি সকলের কাছে নৌকার প্রতীকে ভোট চান।