ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 

 

কিশোরগঞ্জের ভৈরবে নানান কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে।

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ২২ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু হল রুমে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও পরিবহন চালকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশ গ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা’র সভাপতি ও ভৈরব পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর আহ্বায়ক ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির এবং নিসচা’র সহ-সভাপতি ও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন কমিটির আহবায়ক জসিম উদ্দিন রবীন।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন নিসচা’র সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, কার্যকরী সদস‍্য মতিউর রহমান সাগর, রফিকুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী সুবর্ণা, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা ইসলাম অহনা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে পরিবহন চালক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় সড়কে সড়কে লিফলেট বিতরণ, সড়ক দুর্ঘটনার উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপি কর্মসূচীর আওতায় রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ৪টি গ্রুপের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা সড়ক আইন মেনে চলতে সড়কে দুর্ঘটনা রোধ করতে নানান কর্মসূচী হাতে নিয়েছেন। সঠিক আইন মেনে চললে অবশ্যই সড়কে দুর্ঘটনা কম হবে আইন নিজেকে মানতে হবে এবং সড়ক আইন মানতে পরিবারসহ আত্মীয় স্বজনদের মধ্যে আইন মানতে সচেতন করতে হবে।

“নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা’র পক্ষ থেকে সড়ককে নিরাপদ করতে নানা মূখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আগামী দিনের সকল কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখে সবধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles