”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনের রেখে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
রবিবার (২২ আক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) রংপুর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের রংপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহানাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, উপ পুলিশ কমিশনার ( ট্রাফিক বিভাগ) মোঃ মোনহাজুল আলম, রংপুর সড়ক বিভাগের নির্বাহী পরিচালকা মোঃ সাজেদুর রহমান, বিআরটিএ রংপুর বিভাগের উপ পরিচালক (ইঞ্জি) এটিএম জালাল উদ্দিন সহ অন্যান্য অতিথিকৃন্দ।