নাটোরের সিংড়ায় জামতলীর বাঁশহাটি এলাকায় নাটোর-বগুড়া মহসড়ের পার্শ্বে নুর ইসলাম(৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(২২ অক্টোবর) সকাল ৭ টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘনাস্থল থেকে লাশ উদ্ধার করেন সিংড়া থানা দতন্ত(ওসি) মোঃ রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। নিহত নুর ইসলাম পঞ্চগড় জেলার তেতুলিযা উপজেলার ক্ষয়খাত গ্রামের হাসেন আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোর বেলায় জামতলীর বাঁশহাটির ঝোপ ঝাড়ে লাশটি উপর হয়ে পড়ে থাকতে দেখা গেলে তাৎক্ষনিক ভাবে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
স্থানীয়দের ধারনা শনিবার গভীর রাতে কে বা কাহারা লাশটি এখানে ফেলে যায়।