চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বর্তমান সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা ও কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার জামজামি বাজারে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম আশরাফুল করিম রিপন শাহ।
কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা।
খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ বাবলু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, পদ্মবিলা ইউনিয়ন পরিষদেন সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার প্রমুখ।