সরকারের ১৫ বছরে সুবিধাভোগী নারী পুরুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধি, মাতৃত্বকালীন, বয়স্ক, বিধবাসহ বিভিন্ন ধরনের ভাতাভোগী নারী পুরুষদের সাথে এ মতবিনিময় সভা। চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা স্কুল মাঠে নাটুদহ ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা।
বর্তমান সরকারের ১৫ বছরে সুবিধাভোগী অসহায়, দুস্থ্য মানুষদের নিয়ে এ সভা। সরকারের সুবিধা পাওয়া মানুষ গুলো শেখ হাসিনার সহযোগিতার কথা স্বীকার করেন। এ সরকারকে আবারও চায় তারা। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় না আসলে বন্ধ হতে পারে ভাতে।
দুটি ইউনিয়ানের ১৫ হাজার ভাতাভোগী নারী পুরুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রমুখ।