হবিগঞ্জে প্রেমিক কারাগারে

 

 

হবিগঞ্জের চুনারুঘাটে প্রেমিকার মায়ের ধর্ষণ ও অপহরণ মামলায় প্রেমিক শাহাব উদ্দিন(১৯) কে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

শুক্রবার (২০ অক্টোবর ) বিকেলে তাকে চুনারুঘাট থানা থেকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হক ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাব উদ্দিন শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে। তার সঙ্গে মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর এলাকার জৈনক ব্যক্তির ৮ম শ্রেনীর স্কুল পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের সুত্র ধরে তারা পরিবারের কাউকে কিছু না জানিয়ে ১৯ অক্টোবর শায়েস্তাগঞ্জের শাহবাজপুর ভাড়া বাসা থেকে সকালে স্কুলের কথা বলে বের হয়। পরে প্রেমিক জুটি চুনারুঘাট উপজেলার উবাহাট ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এসআর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি রাশেদুল হকের নির্দেশে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস এর নেতৃত্বে থানার উপপরিদর্শক এসআই আলাউল সহ একদল পুলিশ হোটেলে অভিযান চালিয়ে ওই প্রেমিক জুটিকে থানায় নিয়ে আসেন। পরে রাতভর নানা নাটকীয়তার পর অবশেষে মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি অপহরণ ও ধর্ষনের মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মেয়েটির সাথে আটককৃত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সে সূত্রে গত ১৯ তারিখ সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটি নিখোঁজ হয়। তার মায়ের দায়ের করা অপহরণের পর ধর্ষণের মামলায় মেয়েটিকে উদ্ধার করা হয়েছে এবং শুক্রবার দুপুরে ওই মেয়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে। অপরদিকে সাহাব উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল- হাজতে পাঠানো হয়েছে। এদিকে প্রেমিক সাহাব উদ্দিন জানায়, তার প্রেমিকাকে সে তার জীবনের চেয়ে ভালবাসে এবং সে তাকে কাছে পেতে চায়। তার সঙ্গে বিয়ে না দিলে সে বাঁচবেনা। এসময় বিয়ে পড়িয়ে দিতে পুলিশকে অনুরোধ করে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles