আসন্ন দূর্গাপুজাকে সামনে রেখে শহরে যানজট নিরোসন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হবিগঞ্জ জেলা ট্রাফিক বিভাগ। প্রথম দিনেই বেশ কিছু যানবাহন আটক ও মামলা দায়ের করেছে পুলিশ।
তবে আগামীতে আরো কঠোরভাবে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চলবে বলে জানিয়েছে জেলা ট্রাফিক বিভাগ।
শুক্রবারে দিনব্যাপী শহরের বিভিন্ন মোড়ে পুলিশ চৌকি বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান করছে পুলিশ। শহরবাসীর দীর্ঘদিনের দাবি নিয়ে জেলা আইনশৃংখলা মিটিং আলোচনা ও সিদ্ধান্ত সাপেক্ষে এ অভিযান করা হচ্ছে বলে জানা যায়।
জেলা ট্রাফিক পুলিশ জানায়, এপর্যন্ত নাম্বারবিহীন ও চোরাই ১৯টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেট কার আটক করা হয়েছে। এছাড়া ব্যটারী চালিত টমটম আটকসহ বিভিন্ন অপরাধে ১১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রথম দিন হিসেবে অনেককে সর্তক করে দেয়া হচ্ছে, তবে আগামীতে আরো কঠোরভাবে অভিযান করা হবে।
শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অবৈধ টমটম, অটোরিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশীসহ অবৈধ যানবাহন আটক করা হবে। এদিকে অভিযানকে সাধুবাদ জানিয়ে শহরের একাধিক বাসিন্দা জানান, ব্যাটারী চালিত টমটম এবং নাম্বারবিহীন মোটরসাইকেল এর কারণে শহরে চলাচল করা কষ্টসাধ্য হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকার অনুরোধ জানান তারা।
ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন মোহাম্মদ উল্লাহ জানান, দূর্গাপুজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে বেশ কয়েকটি রেজিষ্ট্রেশনবিহীন ও অবৈধ গাড়ী আটক করেছি। আগামীতে আমাদের অভিযান আরো জোরালো হবে।