কুলিয়ারচরে উপজেলা চেয়ারম্যানের পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনে নগদ অর্থ প্রদান

 

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পরিষদের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব ইয়াছির মিয়া’র ব্যক্তিগত তহবিল থেকে ৩৫টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০অক্টোবর) সকাল থেকে প্রতিটি পূজা মন্ডপে গিয়ে পূজা মন্ডপের সভাপতি ও সধারণ সম্পাদকদের হাতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন চেয়ারম্যানের পি.এস সৈয়দ নাছির উদ্দিন রাসেল।

এছাড়া কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে পূজা মন্ডপের সেচ্ছাসেবকদের জন্য প্রতি পূজা মন্ডপে ১০ টি করে এক কালারের টিশার্ট প্রদান করেন।

এসময় তার সাথে ছিলন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর শাখা’র সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক অরুন রতন দাস বিজয়, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ওমর ফরুক অমৃত, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন, লাল সবুজের দেশ কুলিয়ারচর প্রতিনিধি মো. সবুজ মিয়া ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর পৌর শাখা’র সভাপতি ডা. স্বপন চন্দ্র দাস প্রমূখ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles