প্রথমবারের মত বিশ্বকাপে মুখোমুখি শ্রীলংকা ও নেদারল্যান্ডস

 

বিশ্বকাপে আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা-নেদারল্যান্ডস। এই প্রথম ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে দেখা হবে দু’দলের। তবে ইতোমধ্যে ওয়ানডেতে পাঁচবার দেখা হয়েছে শ্রীলংকা ও নেদারল্যান্ডসের। ডাচদের বিপক্ষে শতভাগ জয় আছে লংকানদের।

গত জুনে জিম্বাবুয়ের মাটিতে বিশ^কাপ বাছাই পর্বে সর্বশেষ দেখা হয়েছিলো শ্রীলংকা-নেদারল্যান্ডসের। ঐ আসরে সুপার সিক্স পর্বে ও ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়েছিলো লংকানরা। বাছাই পর্বের সেরা দু’দল হয়ে চ‚ড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলংকা ও নেদারল্যান্ডস।

ওয়ানডেতে শ্রীলংকা-নেদারল্যান্ডস হেড টু হেড :

১৬-০৯-২০০২ : শ্রীলংকা ২০৬ রানে জয়ী, কলম্বো

০৪-০৭-২০০৬ : শ্রীলংকা ১৯৫ রানে জয়ী, আমস্টারডাম

০৬-০৭-২০০৬ : শ্রীলংকা ৫৬ রানে জয়ী, আমস্টারডাম

৩০-০৬-২০২৩ : শ্রীলংকা ২১ রানে জয়ী, বুলাওয়ে

০৯-০৭-২০২৩ : শ্রীলংকা ১২৮ রানে জয়ী, হারারে

সব মিলিয়ে ওয়ানডেতে পাঁচবার মুখোমুখি হয়েছে শ্রীলংকা-নেদারল্যান্ডস :

শ্রীলংকার জয় : ৫ ম্যাচে

নেদারল্যান্ডসের জয় : ০

টাই : ০

পরিত্যক্ত : ০

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles