নিউজিল্যান্ডের আইকনিক ক্রিকেটার ও বর্তমানে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামের এক অনন্য রেকর্ড স্পর্শ করেছেন দলের আরেক উইকেটরক্ষক-ব্যাটার টম লাথাম। কিউই দলের উইকেটরক্ষক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশী হাফ সেঞ্চুরির মালিক ছিলেন ম্যাককালাম। এবার তার সেই রেকর্ড স্পর্শ করেছেন লাথাম।
গতকাল চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লাথাম। ৭৪ বলে তিনি ৬৮ রানের ইনিংস খেলেছেন। এনিয়ে বিশ্বকাপে তৃতীয় হাফ সেঞ্চুরি করেন তিনি। লাথামের গেম চেঞ্জিং ইনিংসের আগে বিশ্বকাপে নিউজিল্যান্ডের উইকেটরক্ষক হিসেবে ৩টি হাফ সেঞ্চুরি করেছিলেন ম্যাককালাম। এই তালিকায় একটি হাফ সেঞ্চুরি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সাবেক উইকেটরক্ষক লি জার্মন।