রংপুর জেলা যুবলীগের কমিটি ঘোষণা করায় আনন্দ র্যালী, বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ্য অর্পন ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাসের সমর্থক ও যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে নগরীর টেক্সটাইল মোড় থেকে ৫ শতাধিক মোটরসাইকেলের র্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ্য অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি নওশাদ আলম রাজু, যুব নেতা ডিজেল আহমেদসহ অন্যরা।
জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস বলেন, যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল যে বিশ্বাস ও আস্থা নিয়ে আমাদের উপর দায়িত্ব দিয়েছেন আমরা জীবন দিয়ে হলেও তা সঠিকভাবে পালন করবো। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার সবকটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে আমরা কাজ করে যাব।